ইন্দোনেশিয়ায় তাংগেরাং কারাগারে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ এ দাঁড়িয়েছে। এ অবস্থায় কারা কর্তৃপক্ষ জেলখানায় বন্দির সংখ্যা কমাতে চাইছে। তারা মাদকের সঙ্গে সংযুক্ত অপরাধীদের রিহ্যাবে পাঠানোর কথা চিন্তা করছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে একজন মুখপাত্র জানিয়েছেন,এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাথমিক ভাবে ৪১ জন কয়েদি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় থাকা আরোও ৩ জন কয়েদি প্রাণ হারান।
মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের শিকার সকলেই জেলখানার কয়েদি ছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়। তারা আশঙ্কা করছেন বৈদ্যুতিক সমস্যাজনিত কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। গত বুধবার তাংগেরাং কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুতই কারাগারের একটি ব্লকে ছড়িয়ে পরে যেখানে স্বাভাবিকের তুলনায় ৩ গুণ বেশি কয়েদি ছিলেন।
সূত্রঃ রিডমিক নিউজ