বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ’র মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর পৌনে ৪ টার সময় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারের সাথে যুদ্ধ করে হার মেনে দুনিয়া থেকে চলে গেলেন নাদির শাহ। তার মৃত্যুর সময় বয়স হয়েছিল ৫৭ বছর।
গত দুই বছর যাবত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভুগছিলেন সাবেক এই আন্তর্জাতিক আম্পায়ার। এর আগে বেশ ক’বার তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন। শারীরীক অবস্থার অবনতি হলে সর্বশেষ সপ্তাহখানেক আগে নাদির শাহকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
দুই দিন আগে নাদির শাহকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। ২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ কেনিয়া ওয়ানডে ক্রিকেট ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু। নাদির শাহর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সূত্রঃ রিডমিক নিউজ