আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ উপলক্ষ্যে আলোচনাসভা অনু্ষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, সিরাজগঞ্জে আয়োজনে খাদ্যসামগ্রী প্যাকেটের মধ্যে ছিলো চাউল ৭
কেজি,ডাউল ১ কেজি, চিনি ১ কেজি, আলু ২ কেজি, সয়াবিন তেল- হাফ লিটার, লবণ ১ কেজি (প্যাকেট), পিয়াজ ১কেজি।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,,জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। আলোচনাসভা শেষে ২২২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি-জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, বৈশ্বিক কোভিড-১৯ কালীন সময় সিরাজগঞ্জের অসহায়, দুস্থ মানুষ কর্মহীন মানুষ চরম ক্ষতিগ্রস্ত হয়। জাতির জনক শেখ মুজিবুর রহমান শতবার্ষিকী উপলক্ষ্যে- আশ্রয়হীনদের মাথাগোঁজার ঠাই করতে আশ্রয়ণ প্রকল্প সহ নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত করা হচ্ছে।
এর ধারাবাহিকতায় খোকশাবাড়ী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকৃত ২২২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। তিনি আরো বলেন, আশ্রয় প্রকল্পে বসবাস কৃত প্রতিটি মানুষকে একেঅপরের সম্প্রিতি ও ভালোবাসা মধ্যে দিয়ে সুন্দর পরিবেশে জীবন যাপন করতে হবে। পাশাপাশি এই এলাকায় কোনপ্রকার মাদক, সন্ত্রাসী ও অনৈতিক কোন কর্মকাণ্ড যেন না হয়। সে বিষয়ে নজরদারী রাখার জন্য সকলের প্রতি আহবান জানান ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সহকারি কমিশনার(ভূমি) এস,এম রবীন শীষ, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক, খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনু্ষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন, খোকশাবাড়ী ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।