রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

রংপুর তিস্তা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু।

অনলাইন নিউজ ডেস্কঃ / ২৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতের ঘটনায় ৪ জন আহত হয়েছে।

আহতদের বাড়ি গজঘন্টা ইউনিয়নের কালিরচর গ্রামে। ৬ সেপ্টেম্বর সোমবার সকালে লটারি ইউনিয়নের চর চল্লিসালে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব কালির চর গ্রামের নূর ইসলামের ছেলে মতিয়ার রহমান(২৮) একই গ্রামের মনোয়ারুল ইসলামের ছেলে মোকলেছুর রহমান(২৯) সহ ১০ জন যুবক সোমবার ভোরে তিস্তা নদীতে মাছ ধরতে যায়। গুড়ি গুড়ি বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে মতিয়ার ও মুকলেছুর নামের ২ জনের মৃত্যু হয়। আহত চরজন প্রাথমিক চিকিৎসাতে ভালো হয়ে উঠেছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার জানান নিহতের খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।পারিবারিক অভিযোগ নাথাকায় সুরুতহাল রিপোর্ট তৈরী করে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর