রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

ম্যাকের পণ্য দিয়ে ব্যবসা শুরু করলেন লাক্স তারকা ফারিয়া।

বিনোদন ডেস্কঃ / ৩৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

লাক্স তারকা ফারিয়া শাহরিন ম্যাকের পণ্য দিয়ে ব্যবসা শুরু করেছেন।তিনি ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট নাটকে অভিনয় করে সমালোচনার ঝড় তলেন।

কাজল আরিফেন অমি’র পরিচালিত ধারাবাহিক নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। এরপর থেকে সবার কাছে অন্তরা নামেই পরিচিতি পেয়েছে লাক্স তারকা ফারিয়া।

অন্তরা খ্যাত ফারিয়া শহরিন বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকেই তার ভক্তদের নতুন খবর জনালেন এই অভিনেত্রী। ফেসবুক পেজে ফারিয়া জানালেন অনলাইনে প্রসাধনী পণ্য বিক্রির কথা।তিনি অনলাইনে এই ব্যবসা শুরু করেছেন কমপ্লিমেন্ট ইউর মিরর নামের ফেসবুক পেজে। এই ফেসবুক পেজে যোগাযোগ করে পণ্য অর্ডার করতে পারবেন ক্রেতাসাধারন।চলতি মাসের শেষ দিকে ডেলিভারি করার চিন্তা করছেন এই তারকা।

পণ্যবিক্রির ফেসবুক পেজে লাক্স তারকা লেখেন আমরা কম বেশি সবাই ম্যাকের পণ্য ব্যবহার করি।এ কারনে ম্যাকের পণ্য দিয়ে ব্যবসার যাত্রা শুরু করলাম।এই ব্রান্ডের পণ্য যাদের লাগবে তারা ইনবক্স করে বিস্তারিত জানতে পারেন।পণ্যের গুনগত মান নিশ্চিত করবো এবং পণ্য সম্পর্কে কমপ্লিন করার সুযোগই রাখবো না। এই ব্যবসা নিয়ে আমি উচ্ছ্বাসিত।সবার কাছে দোয়া চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর