আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচী’র উদ্যোগে ইনসেপশন মিটিং অনু্ষ্ঠিত হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর)সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি লিমিটেড হলরুমে উক্ত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে মুক্ত আলােচনা করেন, ব্র্যাক প্রধান কার্যালয় ঢাকা’র জেন্ডার অ্যান্ড মেইনস্টি মিং জেন্ডার জাস্টি অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচী’র প্রোগাম ম্যানেজার সেঁজুতি হায়াত, মহিলাবিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ।
মূল আলোচনা বিষয় উপস্থাপন করেন, জেন্ডার মেইন স্ট্রি মিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জহিরুল আকন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ও সভাপতিত্ব করেন, ব্র্যাক সিরাজগঞ্জেরজেলা সমন্বয়কারী মোঃ রইস উদ্দীন। সঞ্চালনায় ছিলেন, ব্র্যাক জিজেটডি রিজিওনাল ম্যানেজার মোঃখালেকুজ্জামান।
এ সময় ব্র্যাকের আঞ্চলিকব্যবস্থাপক (দাবী) মোঃ আবুল কালাম আজাদ,আর,এম,ইউপিজি সিরাজগঞ্জেরআব্দুর রহমান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগামের কাে-অডিনেটর। আব্দুল মাজেদ, ম্যানেজার রাজু আহমেদ,ব্র্যাক এইচ, আর ডেপুটি ম্যানেজার মুরাদুর রশীদ সহ ব্র্যাকের বিভিন্ন। প্রোগামের/এন্টারপ্রাইজের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উক্ত অবহিতকরন সভার উদ্দেশ্য হলো মুলধারায় বা জেন্ডার মেইনস্ট্রিমিং কার্যক্রমের অংশ হিসাবে প্রতিজেলাশহরে ব্র্যাকের সিনিয়র সহকর্মীদের সাথে জেন্ডার কর্মকৌশল এবং মূল ধারায় জেন্ডারে কার্যক্রম পরিচিতির জন্য একটি ইন্সপেকশন মিটিং আয়োজন করা।