কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে শহিবর রহমান(৪০)নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। নিহত শহিবর রহমান কাউনিয়ার ইউনিয়নের আমবাড়ী গ্রামের এরাজ আলীর ছেলে।সে কাউনিয়ার চরে শ্বশুর বাড়িতে ছেলে সন্তান নিয়ে বসবাস করতো।
শনিবার রাত ১ টার সময় উপজেলার কাউনিয়ার চর গ্রামের ১০৫৪ আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকায় বিএসএফ’র গুলিবিদ্ধ হয়ে সে মারা গেছে।
কুড়িগ্রাম-৩৫ বিজিবি’র জিএস আইসি’র সহকারি হাবিলদার মুকিত গণমাধ্যমকে জানান শনিবার রাত সাড়ে ১২ টার সময় ১০৫৪ সীমান্ত পিলার এলাকায় বুলেটের শব্দ পেয়ে দাঁতভাঙ্গা সীমান্তর বিজিবি’র টহলদল ঘটনাস্থল পর্যাবেক্ষণে সেখানে যায়। ওখানে কাউকে না পেয়ে চলে আসার সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন শহিবর রহমান নামের যুবক ওই সীমান্ত এলাকায় গেছে।রাত ১ টার সময় মারা যাওয়ার খবর স্থানীয়রা রৌমারী থানা পুলিশকে জানায়।তবে গুলির বিষয়টি বিজিবি নিশ্চিত করেননি।
স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে ভারতের দ্বীপচর এলাকায় গরু পাচারের সময় বিএসএফ’র গুলিতে ওই যুবক নিহত হয়।নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোন্তাছির বিল্লাহ জানান ধারনা করা হচ্ছে বিএসএফ’র গুলিতে ওই যুবক নিহত হয়েছে।লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।