মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

তাড়াশে প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীর রহস্যজনক মৃত্যু।

অনলাইন নিউজ ডেস্কঃ / ৩৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে এক প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীর রহস্যজন ভাবে মৃত্যু হয়েছে।

নিহত রোজিনা খাতুন তাড়াশ পৌরসভার জাহাঙ্গীরগাঁতী মহল্লার প্রবাসফেরত নাজিম উদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী ও তাড়াশ দক্ষিণপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের মেয়ে।শুক্রবার গভীর রাতে নিহত রোজিনা খাতুনের প্রবাসফেরত স্বামীর বাড়িতে ঝুলন্ত লাশ পাওয়া যায়।

স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তাড়াশ থানা পুলিশ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাজিম উদ্দিনের বাড়ি থেকে রোজিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার নাজিম উদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী রোজিনা তার বাড়িতে এসে ওই বাড়িতে অবস্থান নেয়।শুক্রবার গভীর রাতে নাজিম উদ্দিনের বসতবাড়ির বারান্দায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশিরা তাড়াশ থানায় খবর দেন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর