আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বেরিপোটল প্যাচানি পাড়া গ্রামের অপহরণ হওয়া স্কুলছাত্রী সাদিয়া আক্তার মীম (১৪)কে উদ্ধার করেছে পুলিশ।এ সময় অপহরণকারী রনু তালুকদার (২৮)কে গ্রেফতার করা হয়েছে।দীর্ঘ ২৭ দিন পর ওই স্কুলছাত্রীকে উদ্ধার করার পর এলাকাবাসীর জনমনে স্বস্তি ফিরে এসেছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)পঞ্চানন্দ সরকার এ তথ্য নিশ্চিত করে জানান গত ৭ আগষ্ট সকালে বিশেষ কৌশলে একই গ্রামের দুলাল তালুকদারের ছেলে রনু তালুকদার নবম শ্রেণীর ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। এই ঘটনার পর হতে পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।
পরবর্তীতে এ ঘটনার জন্য কাজিপুর থানায় একটি সাধারন ডায়রি করেন ভূক্তভোগীর পরিবার। জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ সেপ্টেম্বর)অপহরণ হওয়া স্কুলছাত্রীকে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়ীয়া বাজার এলাকা হতে উদ্ধার করা হয়।পরে অপহরণকারীকে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে পুলিশ গ্রেফতার করা হয়।
জানাগেছে, গ্রেফতার কৃত রনু তালুকদার ২টি বিবাহ করেছ। তার দু’টি ছেলে-মেয়ে রয়েছে। অপহরণ কারী রনু তালুকদারের এমন ঘটনা করায় এলাকাবাসী মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওইদিন রাতেই অপহরণকারী রনু তালুকদার সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ উদ্ধার হওয়া ওই স্কুলছাত্রীসহ অপহরণকারী রনু তালুকদারকে আদালতে সোপার্দ করলে আদালত স্কুলছাত্রীকে তার মায়ের জিম্বায় দেন এবং আসামী রনু তালুকদারকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।