মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত-৭ জন।

রিপোটারের / ৪৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা-ছেলে সহ গত এক সপ্তাহে ডেঙ্গু রোগে ৭ জন আক্রান্ত হয়েছে । শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহসানুল হক এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্ত রোগীরা হলেন উল্লাপাড়া পৌরসভার চরকাওয়াক গ্রামের রাজন (৫২), কলেজ পাড়ার ইমতিয়াজ ইমন (১৩), ও তার মা তানিয়া খাতুন (৩২), আনন্দ (৪২), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স লাভলী নাহার(৪৮), ওয়ার্ডবয় আলামিন হোসনে (৩৬) এবং উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঘিয়ালা গ্রামের আজিজুল হক(২০)।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আহসানুল হক জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী চলে গেছেন অপর ২ জন চিকিৎসারত অবস্থায় হাসপাতালেই আছেন। বাকীরা উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত রোগী সংখ্যা হ্রাস পেলোও নতুন করে মানুষের মধ্যে ডেঙ্গু রোগের প্রাদুভাব দেখা দিয়েছে। ডেঙ্গু রোগ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর