সিরাজগঞ্জে পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটেছে।এ ঘটনায় ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় গতকাল ২ সেপ্টেম্বর গভীর রাতে এনায়েতপুর থানার খুকনী পালপাড়া গ্রামের কাঙ্গাল কর্মকারের বাড়িতে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়। এ সময় স্বপন কর্মকার বাঁধা দিলে ডাকাত দলের সদস্যরা তাকে কুপি রক্তাত্ব জখম করে গুরুতর আহত করে।
পরে এলাকাবাসী জানতে পেরে ডাকাতদের ঘেরাও করে এবং ডাকাত দলের এক সদস্য সবুজ সরকার(২৮)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ডাকাত সবুজ শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিছুর রহমান জানান খুকনী গ্রামে ডাকাতির সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে আটক করা হয়।এ সময় ধারালো অস্ত্র একটি ছোড়া উদ্ধার করা হয়।সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
অপর দিকে চৌহালী উপজেলা উমারপুর ইউনিয়নের চরবাউসা গ্রামের রফিকুল ইসলাম,শফিকুল ইসলাম,সাদ্দাম হোসেন ও শাহিনূর ইসলাম নামের ডাকাত দলের চার সদস্যকে আটক করেছেন চৌহালী থানা পুলিশ।
চৌহালী থানা পুলিশ সূত্রে জানা যায় আটককৃতদের বিরুদ্ধে ২০১৭ সালে করা ডাকাতি মামলার আসামি। দীর্ঘদিন হলো আসামিরা পলাতকছিলো।গোপন সংবাদের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর শুক্রবার ভোরে রাজধানীর আশুলিয়া থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।