আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছেন সরকার।শুক্রবার এক সাক্ষাৎ কারে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. দিপুমনি।
এ সময় তিনি বলেন ১২ সেপ্টেম্বর থেকে স্কুল,কলেজ ও মাদ্রাসা খুলে দেওয়া হতে পারে।তবে আগামী ৫ সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের মিটিংএ চুরান্ত সিদ্ধান্ত হবে।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সকল মেডিকেল কলেজগুলো খুলবে।
গেল বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। পরবর্তীতে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় উদ্যোগ নিলেও করোনার মহামারির কারনে তা সম্ভব হয়ে উঠেনি।দীর্ঘদিন যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
চলমান ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।এ সম্পর্কে আগামী ৫ সেপ্টম্বর আন্তঃমন্ত্রনালয়ে মিটিং হবে।
সম্প্রতি সচিব সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশোনা দেন।এরপর থেকেই শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর জোরেশরেই প্রস্তুতি নিতে শুরু করেছে।