আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ উন্নত চিকিৎসার উদ্দেশ্য বিদেশ যাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্স যোগে এই প্রবীণ রাজনীতিবিদকে ভারতের দিল্লিতে নেওয়া হচ্ছে। তার জামাতা ড.তৌহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেম স্কয়ার হাসপালে পরিক্ষা নিরিক্ষা শেষে আমার শ্বশুর তোফায়েল আহমেদকে পর্যাবেক্ষণে রাখা হয়েছে।তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলেও জানান তিনি। উনি হাতে একটু কম শক্তি পাচ্ছেন।
উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তিনি দিল্লিতে যাচ্ছেন।তাকে বহনের জন্য ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স পৌছে গেছে।কিছুক্ষণের মধ্য রওনা হবেন।
জানা যায় বার্ধক্যজনিত কারনে গতকাল বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন।পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব ও মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্ব প্রাপ্ত চার জনের এক জন।
বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এই নেত তোফায়েল আহমেদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদানের ঘোষনা দেন।