সিরাজগঞ্জের কামারখন্দে মহিলা চোর চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উৎসুক জনতা।
২ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার জামতৈল কৃষি উন্নয়ন ব্যাংকে নিচে শারমিন বেগম নামের এক মহিলার ভ্যানেটি ব্যাগ থেকে টাকা চুরির সময় শারমিন টের পেয়ে মহিলা চোরের হাত ধরে হাউকাউ শুরু করে।এ সময় উৎসুক জনতা চোরদের আটক করে কামারখান্দ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
আটককৃতরা হলেন উল্লাপাড়া পৌরশহর এলাকার শিউলী খাতুন(২২),তার ছোট বোন সানজিদা খাতুন(আদুরী)(১৮) ও একই এলাকার সোনিয়া আক্তার(২০)।
উৎসুক জনতা গণমাধ্যমকে জানান কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের শারমিন বিদ্যুৎ বিল পরিশোধের জন্য জামতৈল কৃষি ব্যাংকে প্রবেশ করে।এ সময় প্রচন্ড ভীর থাকায় মহিলা চোর চক্রের সদস্যরা তার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করার সময় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ তথ্য নিশ্চিত করে কামারখন্দ থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান মহিলা চোর চক্রের তিন সদস্যকে উৎসুক জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই তিন চোর মহিলাদের উদ্ধার করেন। ঘটনা সম্পর্কে ভুক্তভোগী মহিলার লিখিত অভিযোগ না থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল্লা সবুজ মুচলিকার বিষয়টি নিশ্চিত করেছেন।