রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

এনায়েতপুর থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

রিপোটারের / ৩২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার উদ্যোগে ১ সেপ্টেম্বর বুধবার জালালপুর ইউনিয়নে অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে মিডিয়ায় গুজব,অপপ্রচার, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাং বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সিরাজগঞ্জের সহকারি পুলিশ সুপার(বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমেদ,এনায়েতপুর থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন,বিশিষ্ট সমাজসেবক হাজী সুলতান মাহমুদ প্রমুখ।

বিট পুলিশিং সমাবেশে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি,শিক্ষক,মসজিদের ইমাম,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে পুলিশ সুপার বলেন,মিডিয়ায় গুজব,অপপ্রচার, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার জন্য আহবান জানান।

তিনি আরো বলেন,দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বত্তোক ভাবে জনগণের পাশে রয়েছে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর