অবশেষে তৃতীয় বারের মতো বিয়ের পিড়িতে বসলো কণ্ঠ শিল্পী ন্যান্সি।গেল মাসে বিয়ের প্রাথমিক ভাবে আংটি বদলের শুভ কাজটি শেষ করেছে।প্রহর গুনছে বিয়ের শুভ কাজের অপেক্ষায়।
মেহেদী মহসীনকে তার তৃতীয় বর হিসাবে বেছে নিয়েছে।সে একজন গীতিকবি দেশের খ্যাতনামা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম’র চিফ অপারেটিং অফিসার সিওও।
পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের শুভক্ষণ সম্পন্ন করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী ন্যান্সি ও গীতিকার মেহদী মহসীন।আগস্ট মাসে তাদের বিয়ে হয়েছে তবে বিয়ের তারিখ জানানি দেশ বরণ্য কণ্ঠ শিল্পী। ন্যান্সি গণমাধ্যম কর্মীদের বলেন উভয়ের পছন্দ ও পারিবারিক ভাবেই আমাদের বিয়ের শুভ কাজ সম্পন্ন হয়েছে।
কোভিড-১৯’র প্রভাবে প্রবল ইচ্ছা থাকার সত্বেও বিয়ের অনুষ্ঠান করা সম্ভব হয়ে উঠেনি। এ সময় ন্যান্সি আরো বলেন বিয়ের পর দু’জন ঢাকা শহরে একই বাসাতে বসবাস করবেন।দম্পতি জীবন ওখানেই কাটাব।
ইতিমধ্যে গীতিকবি মেহেদী মহসীনের লেখা গানে কণ্ঠও দিয়েছে ন্যান্সি। শেষে ২০২০ ইং সালের ৩০ জুলাই ইউটিউবে প্রকাশ পেয়েছে মেহেদী মহসীনের লেখা “এমন একটা মন” নামে ন্যান্সির গাওয়া গান।