সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া বেড়িবাঁধ সংলগ্ন যমুনা নদীর শাখা থেকে মহোৎসবে চলছে বালু উত্তোলন। দফায় দফায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। দ্রুত অবৈধ বালু উত্তোলনের বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
গত ১৪ (আগস্ট) শনিবার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুখ আহাম্মদের দৃষ্টি গোচর হয় তারই নির্দেশে ৩১ (আগস্ট) মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে আজুগড়া বেড়িবাঁধে থেকে ভ্র্যামমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের দায়ে বলুমহালকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন আমারজমিন পত্রিকার প্রতিবেদককে বলেন, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুখ আহাম্মেদের দৃষ্টি গোচর হয় তারই নির্দেশনায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় সাত জনকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর ভবিষ্যতে এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।