জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সন্মান প্রথম বর্ষের ফল প্রকাশ হচ্ছে আজ বুধবার বিকালে।
প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আজ বুধবার বিকাল চার টার পরে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৩ সেপ্টেম্বর এর মধ্যে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য চুরান্ত ভাবে নিশ্চিত করতে হবে। ভর্তির পর ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাশ শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত এক জরুরী বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সন্মান শ্রেণিতে ভর্তির জন্য প্রথমে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে এসএমএস nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।
এ ছাড়াও রাত ৯ টার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এ ঢুকেও ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।
সূত্রঃ রেডমিক নিউজ,০১-০৯-২০২১