রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে পাতানো খাঁচায় মেছো বাঘ আটক।

রিপোটারের / ২৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

রাজু আহমেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালীর মাঝবাড়ী ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের পোল্ট্রি ফার্মের মালিক সোহাগ পাশে জঙ্গলে বনবিড়াল ধরার জন্য খাঁচা রেখে দেয়। সেই খাঁচায় মঙ্গলবার (৩১আগস্ট) সকাল সাড়ে ৮টার সময় বিরল প্রজাতির মেছো বাঘ আটকা পড়ে।

বিষয়টি জানাজানির পর কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নাজমুল হাসানের নির্দেশে মেছো বাঘটি থানা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়। বর্তমান মেছো বাঘটি থানায়ই রয়েছে।
মেছো বাঘ থাকার কথা বন অথবা জঙ্গলে। কিন্তু তা না থেকে এখন মেছো বাঘ অবস্থান করছে থানায়। তবে কোন দাবী-দাওয়া নিয়ে নয়। বন থেকে লোকালয়ে চলে আসায় মানুষের হাত থেকে রক্ষা করার জন্য মেছো বাঘটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

বর্তমান বিরল প্রজাতির মেছো বাঘটি পুলিশ হেফাজতে একটি খাঁচার মধ্যে বন্দী রয়েছে। তবে মেছো বাঘটি পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানান পুলিশ। বাঘটির নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছানোর জন্যও কাজ করছে তারা। এদিকে মেছো বাঘ আটকের খবর শুনে থানায় শতশত উৎসুক জনতার ভিড় করছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, মেছো বাঘের আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাঘটিকে উদ্ধার করা হয়। বর্তমান বাঘটি সুস্থ অবস্থায় থানায় রয়েছে। আমরা বনবিভাগের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করছি। আশা করছি বাঘটিকে নিরাপদে তার নিজ আশ্রয়স্থলে পৌঁছে দিতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর