রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

পরিমনির পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো;চিত্রনায়িকা অঞ্জনা।

বিনোদন ডেস্কঃ / ২৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

পরিমনি গ্রেফতারের ২৬ দিনের মাথায় ৩১ আগস্ট মঙ্গলবার ঢাকা মহানগড় দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত দীর্ঘদিন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এ খুশিতে চিত্রনায়িকা অঞ্জনা বলেন পরিমনির পাশে চিলাম আছি ভবিষ্যতেও থাকবো।এর আগে চিত্রনায়িকা পরিমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার হয়।

তিনি বলেন সঠিক পথে এগিয়ে চলা এবং নিজের জীবনকে আরো সুন্দর ও সুখময় করে তুলবে এই আশাবাদ ব্যক্ত করছি।

আমাদের চলচিত্রকে সমৃদ্ধময় করবে পরিমনির প্রতিভাময় অভিনয় দিয়ে এই আর্শ্বিাদ রইল। অঞ্জনা বলেন পরিমনিকে নিয়ে দেওয়া এক ফেসবুক স্ট্যাসে যা লিখেছি এখনো আমার প্রফাইলে আছে ওর পক্ষে সবগুলো পজেটিব লিখেছি। কেউ ফেসবুকে বিভ্রান্তি কর কমেন্ড করার আগে আমার প্রোফাইলটি চেক করে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর