সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাইদুর রহমান(৪৫) নামের এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশের সদস্যরা।
নিহত ওই হোটেল কর্মচারী রাজশাহীর বাঘমারা সাইপার গ্রামের মৃত রমজান আলীর ছেলে ও হাটিকুমরুলের সাতটিকরি তালতলা মান্নান হোটেলের কর্মচারী।
৩১ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টার সময় হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান ৩১ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টার দিকে হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নবরত্নপাড়া গ্রামের হাসান আমিনের পরিত্যক্ত বাড়ি থেকে হোটেল কর্মচারী সাইদুর রহমানের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান মঙ্গলবার সকালে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।
লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।