গোলাম রব্বানী শিপন,বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থানে শিবগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মহাস্থানের মাদকের গডফাদার কামাল বাহিনীর ৩ সদস্য বিপুল পরিমাণ গাঁজাসহ আটক। এর মধ্যে কামালের স্ত্রীও রয়েছে।
মহাস্থানের মাদকের গডফাদার কে এই কামাল? বগুড়া সদরের মথুরা গ্রামের আলতাফ আলীর পুত্র কামাল হোসেন।
অনুসন্ধানে জানা গেছে কামাল ছিল একজন টোকাই। তাঁর সৎ ভাই শাহজাহান মারা যাওয়ার পর বিয়ে করে শাহজাহানের স্ত্রী অর্থাৎ তাঁর ভাবি মরিয়ম বেগমকে। মরিয়ম আগে থেকেই গাঁজার ব্যবসায় লিপ্ত ছিল। কামাল পরে তাঁর ভাবি মরিয়মকে বিয়ে করে সেই মাদকের সিঁড়ি বেয়ে আজ আঙুল ফুলে কলা গাছ। শুধু গাঁজার পাহাড় গড়ে এখন অঢেল সম্পদের মালিক। স্ত্রী মরিয়ম বেগম একাধিক বার গাঁজাসহ প্রশাসনের হাতে আটক হলেও টাকার স্রোতে আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আবারও বীরত্বের সাথে গাঁজার ব্যবস্থা চালিয়ে যায়।
এলাকার সচেতন মহল জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিনব কায়দায় তাঁর নিজস্ব ২০ফুট সাইজের টাসকা ট্রাক দিয়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পরিবহন করে। আর এই গাঁজা গড়-মহাস্থান এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাঁর অধিপত্য বিস্তার ঘটায়। আর এসব মহাস্থান পাথরপাড়া তাঁর বাড়ীতে হাট বাজার বসায়। বাড়ী তো ২টা আছেই এরপরেও টাকার লীলায় মহাস্থানগড়ের শালবাগানের পাশে নির্মাণ করছে একটি আলিশান বাড়ী। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, কামাল সারাদিন মোটরসাইকেল নিয়ে মোবাইলে মাদক বেচা-কেনা করতে যোগাযোগ করে। স্ত্রী মরিয়ম সহ এলাকার একাধিক ব্যক্তি কামালের নেপথ্যে মাদক ব্যবসায় কাজ করে। একটি স্বনির্ভর সূত্রে জানা যায়, মাটক সম্রাট কামাল কে সহযোগিতা করে এলাকার কিছু প্রভাবশালী মহল ও লেবাসধারী কিছু সমাজসেবক।
তাঁরা মাসোয়ারা নিয়ে কামালকে মাদক বিক্রি করতে বাহবা দেয়। ফলে ভয়ে কেউ মাদকের প্রতিবাদ করতে সাহস পায় না। এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত প্রায় ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে মহাস্থান মোন্নাপাড়া গ্রামে কুরু ফকিরের পুত্র লেবু মিয়ার বসতবাড়ী তল্লাশি করে সাড়ে ৯কেজি গাঁজা উদ্ধার করে। এসময় লেবু মিয়া (৩৪) ও তার স্ত্রী সিমা (২৮) কে আটক করে পুলিশ। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাঁরা প্রাথমিক ভাবে উদ্ধারকৃত মাদক কামালের বলে পুলিশকে জানায়। তাঁদের তথ্যের ভিত্তিতে গড়-মহাস্থান পাথরপাড়া গ্রামে কামালের বাড়ীতে পুলিশ অভিযান চালায়। এসময় মাদক সম্রাট কামাল পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকেও পুলিশ গাঁজা উদ্ধার করে। এবং কামালের স্ত্রী মাদক সম্রাজ্ঞী মরিয়ম বিবি অরফে ফুলকি (৩০) কে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মাদক আমাদের যুবসমাজ বিশেষ করে নতুন প্রজন্মকে গিলে খাচ্ছে। সরকার যেমন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরাও আমাদের মাদক ব্যবসায়ীদের ছাড়ছি না। মাদক ব্যবসায়ীরা যতই কৌশল পাল্টাক না কেনো পুলিশ তাঁদের শেকড় উপড়ে ফেলবে।
স্থানীয়রা জানান, মহাস্থান মাদকের গডফাদার কামালের সম্পদের হিসাব দুদকের অনুসন্ধানে আনতে হবে। সে কিভাবে ট্রাক-মোটরসাইকেল ও বাড়ী-গাড়ির মালিক হয়।