রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

ব্র্যাকের বিদেশ ফেরত অভিবাসীদের মার্কেটিং ও সেলস বিষয়ে কর্মশালা।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৩৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জের কামারখন্দে ব্র্যাকের উদ্যোগে বিদেশ-ফেরত অভিবাসীদের নিয়ে মার্কেটিং এন্ড সেলস বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ আগস্ট) দিনব্যাপী কামারখন্দ উপজেলার পাবলিক লাইব্রেরীর হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অনুপ্রেরনা-২ প্রকল্পের আওতায় ২৫ জন বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে মার্কেটিং এন্ড সেলস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এই প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদেশ-ফেরত অভিবাসীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের বিভিন্ন সেবা প্রাপ্তি এবং করণীয় নিয়ে আলোচনা করেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মাদ আনোয়ার হোসেন।

উক্ত কর্মশালায় দিন ব্যাপি প্রশিক্ষণে অংশগ্রহনকারীরা হাট-বাজার বসিয়ে পন্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মার্কেটিং এন্ড সেলস বিষয়ে হাতে-কলমে ধারনা লাভ করেন। বিদেশে কষ্টে অর্জিত টাকা,অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে নতুন করে জীবন শুরু করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রশিক্ষনার্থীরা।

প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরন করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রক্ট কো-অর্ডিনেটর,মোঃ আব্দুল মাজেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর