মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে হাত-পা বাঁধা মৎস্যচাষীর লাশ উদ্ধার।

রিপোটারের / ৪০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের কালাদিঘী এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় মাসুদ(৪২)নামের এক মৎস্যচাষীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মৎস্যচাষী দেওপাড়া ইউনিয়নের চাপাল এলাকার আঃ খালেকের ছেলে মাসুদ (৪২) আহত অবস্থায় উদ্ধার একই ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের রিয়াজ আলীর ছেলে লিটন (৩৬) কে উদ্ধার করা হয়।ঘটনাটি গতকাল রবিবার রাত আড়াইটার দিকে ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ তার লীজকৃত পুকুরের মাছ ধরার জন্য আগের দিন সকালে পুকুর থেকে বাঁশসহ অন্যান্য জিনিস উত্তোলন করে রাখেন এবং জেলেদের ঠিক করেন মাছ ধরার জন্য।

মাসুদ ও তার সহযোগী লিটন দুজন রাত ১০ টার দিকে পুকুর এলাকায় যায় এবং পুকুর পাড়ে টিনের মাচানের উপর ঘুমিয়ে থাকেন। এসময় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল তাদের হাত-পা চোঁখ,মুখ বেঁধে বেধড়ক মারধর করেন। এবং পুকুরে মাছ ধরা অবস্থায় জেলেদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সকালে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মৎস্যচাষী মাসুদ আলীকে মৃত ও তার সহযোগী লিটনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে।ঘটনার সাথে জরিত সংঘবদ্ধ দলটিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর