রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

কাজিপুরে জমি দখল ও ঘরবাড়ি ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

রিপোটারের / ৩৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

কোরবান আলী,কাজিপুর থেকেঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের গুর্জিয়া ( পাঁচগাছি) গ্রামের এক হিন্দু পরিবারের জমি দখল ও বাড়িঘর ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ভূক্তভোগীদের পক্ষে গুর্জিয়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনোরঞ্জন সরকার। বক্তব্যে তিনি উল্লেখ করেন, সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর মৌজার মৃত গয়ারাম সরকারের স্ত্রী শংকরী রাণী  নিজ দখলীয় আট শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে যাচ্ছেন।

৩০ আগস্ট সোমবার সকালে সেই জমিতে তিনি  ধান রোপন করতে যান। এসময় ওই জমির বর্গাচাষী একই গ্রামের ভাসা সরকারের পুত্র উৎপল চন্দ্র সরকারের সঙ্গে ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু,আজিবারের পুত্র শাহীন,মেহের শেখের পুত্র মোনেক্কা ধান রোপনে বাধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে উৎপল সরকার ও তার সহযোগীরা  শংকরীর স্বজনদের মারপিট শুরু করে ।

অবস্থা বেগতিক দেখে শংকর রানির লোকজন দৌড়ে নিজ বাড়িতে গেলে সেখানে গিয়েও  তাদের এলোপাথারি মারপিটে শংকরী রানী, লিপি রানী, বিমল সরকার, সুনীল সরকার  কে পিটিয়ে জখম করে।  বর্তমানে আহতরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন   ফরিদুল ইসলাম, বাবু , শাহীন মিয়া, মোনেক্কা ও তোতা মিয়া এই হামলা চালিয়েছে।

এক পর্যায়ে তারা শংকররানী, শ্যামল ও বিমলের বাড়িতে গিয়ে শোকেজ  ভাংচুর  করে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন। লিখিত বক্তব্য উপস্থাপনের সময় পাশা, রানা আহম্মেদ, সুনীল, লক্ষণ, মুনজুসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর