রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও পোনামাছ অবমুক্তকরণ।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ২১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

“বেশী বেশী মাছ চাষকরি,বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করা হয়েছে, পক্ষান্তরে মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণসহ ১৪ টি পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে ।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রোববার (২৯ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা সাহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম, নাছিম রেজা নুর দিপু, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ তালুকদার জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা (ডিএই) আহসান শাহিন সরকার প্রমুখ।

এসময় সিভিল সার্জনের প্রতিনিধিসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ, মৎস্যচাষী, মৎস্যজীবী এবং জেলা মৎস্য দপ্তর, সিনিয়র সদর উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অবদান রাখায়-বিশেষ সন্মাননা পুরস্কার প্রদান করা হয় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান,চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃআফসানা ইয়াসমিন এবং কার্প জাতীয় মাছ উৎপাদনে সাফল্যের স্বীকৃতি স্বরুপ সন্মাননা পান সদর উপজেলার কালিয়া হরিপুর কান্দাপাড়া গ্রামের মোঃ মোস্তাক আহমেদ ও পোনামাছ উৎপাদনে সাফল্যে স্বীকৃতি সন্মাননা পান,বেলকুচি উপজেলার গাবের পাড়ার মেঘুল্লা গ্রামের মোঃ শাহাদৎ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর