মোঃ রুবায়াত হাসান হিরা,সিনিয়র স্টাফ রিপোর্টাঃ
উল্লাপাড়ায় গত ১৮.০৮.২০২১ বুধবার সকালে উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা গ্রামে বাড়ির টিউবওয়েলের পানি সরকারি ড্রেনে গরানোর জন্য পানির পাইপ স্থাপনে বাধা প্রদান করায় শ্রীকোলা গ্রামে আমিরুল গং এর সাথে বিরোধের জেরে আব্দুল আলিম নামে একজন খুন হওয়ার ঘটনা ঘটে। গত বুধবার সকালে পৌরসভার শ্রীকোলা গ্রামে একই মহল্লার আব্দুল আলিম তার বাড়ির টিউবওয়েলের পানি সরকারি ড্রেনে গরানোর জন্য তার নিজস্ব ভবনের ওয়ালের সাথে পাইপ স্থাপন করিতে গেলে আমিরুল ও মামুন সহ ১০ থেকে ১২জন একত্রিত হইয়া পরিকল্পিতভাবে আব্দুল আলীমের উপরে রড়, রামদা, শাবল, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া অতর্কিত ভাবে আব্দুল আলীমের উপরে হামলা চালায়। আমিরুল এবং মামুন পিছন থেকে আব্দুল আলীমের মাথার উপরে রড দিয়ে সজোরে আঘাত করে।
এতে রডের বারির আঘাতে আব্দুল আলিম গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী প্রথমে উল্লাপাড়া ত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতলে চিকিৎসার জন্য নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে জিয়াউর রহমান মেডিকেল হসপিটালে স্থানান্তর করা হয়। জিয়াউর রহমান মেডিকেল এ তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২১.০৮.২০২১ তারিখে ঢাকা মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। দীর্ঘ আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৮.০৮.২০২১সকাল নয় ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ মন্ডল এর সাথে কথা হলে তিনি বলেন, ময়নাতদন্তের জন্য আব্দুল আলীমের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় নিহতের বড় ভাই আব্দুস সালেক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।