ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস দপ্তরের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে শনিবার বেলা ১২টায় উপজেলা মৎস দপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা মাজনুন্নাহার মায়া, সাংবাদিক অমর চাঁদ গুপ্ত অপু, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স,সাংবাদিক আফজাল হোসেন,সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল, সাংবাদিক আল হেলাল প্রমুখ। উল্লেখ্য গত ২৩ আগষ্ট থেকে মৎস সপ্তাহ শুরু হয়,যা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।