কোরবান আলী, কাজিপুর থেকেঃ“বেশী বেশী মাছ চাষ করি,বেকারত্ব দূর করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে তার নিজস্ব কার্যালয়ের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ সফল করার লক্ষ্যে বিভিন্ন করনিয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান তার লিখিত বক্তব্যে বলেন,জাতীয় মৎস্য সপ্তাহে ২০২১ উপলক্ষে মাইকিং,ব্যানার,পোস্টার,ফেসটুন ইত্যাদির মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনার,স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ,পুকুরেও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ,মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী,মাছ চাষ বিষয়ক সেবা প্রদান, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্য জীবিদের সাথে মতবিনিময় সভা,মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ে পরামর্শ প্রদান,পুকুরে মাটি ও পানি পরিক্ষা’জেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স,উপজেলার সকল মৎস্য চাষী, মৎস্যজীবি,আড়তদার,মৎস্য ব্যবসায়িসহ মৎস্য সেক্টরের সাথে জড়িত সকল কে অবগত করনসহ বিভিন্ন কার্যাবলি হাতে নেয়া হয়েছে।
এসময় তিনি আরও বলেন,মৎস্য খাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারভুক্ত খাত।
বৈশ্বিক মহামারী করোনা জনিত প্রতিকুল পরিবেশে দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মেটাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা,জীব-বৈচিত্র সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তি নির্ভর কার্যক্রম গ্রহনের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পুর্ন।
এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ মনিরুজ্জামান,জাহাঙ্গীর আলম,ইউনিয়ন লিফ আব্দুল মান্নান শেখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মী প্রমুখ।