মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় কাভার্ডভ্যান ও অটোভ্যান সংঘর্ষে নিহত-৩।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৩৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে কাভার্ডভ্যান ও অটোভ্যান সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।জানা যায় ২৫ আগস্ট বুধবার সকাল সাড়ে ৬ টার সময় উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাচিলা বাজার সংলগ্ন এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়।

নিহতরা হলেন, পাঁচলিয়া গ্রামের ভ্যানচালক মোতাহার আলীর ছেলে ইসলাম(৩২),ভ্যানযাত্রী একই গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহাদৎ হোসেন(৫৫) ও মৃত ফুল চানের ছেলে হায়দার আলী (৭০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ঢাকা ধেকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান ঢাকা-বগুড়া মহাসড়কের পাঁচিলিয়া বাজার এলাকায় কাভারভ্যান অটোভ্যানকে চাপা দেয়।এ সময় চালক ও যাত্রীসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়।পরে কাভার্ডভ্যান চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। এ সময় ওসি আরো জানান নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর