ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়া ঘাটিনা রেল সেতুর উপর ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন।২৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৫ টার ঘাটিনা রেলসেতুর উপর এ ঘটনা ঘটে। এসময় শিশুসহ আরো তিন নারী প্রাণে বেঁচে গেছেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার ততপরতা চালাচ্ছে। তবে নিখোঁজ ভ্যানচালক ও বেঁচে যাওয়া কারো পরিচয় জানা যায়নি। নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে একটি ভ্যানে করে শিশুসহ ৩ নারী ঘাটিনা ব্রিজের পাশে এসে দাঁড়ায়। পরে ভ্যান চালক ঘাটিনা ব্রিজ দেখানোর জন্য ব্রিজের উপর নিয়ে যায়। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি আকষ্মিকভাবে সেতুর উপরে উঠে পড়ে। এসময় শিশুসহ ওই তিন নারী ব্রিজের নিচে নিয়ে আত্মরক্ষা পায়। কিন্তু ভ্যান চালক বঙ্রে ভিতর আসতে পারেন না। ফলে ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত অবস্থায় করতোয়া নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়।
তবে নিখোঁজ ভ্যান চালকসহ তাদের পরিচয় জানা যায়নি। নাদির হোসেন আরো জানান, রাজশাহী থেকে ডুবুরিদল আসছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ভ্যান চালককে উদ্ধার করা সম্ভব হয়নি।