রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

দিনাজপুরে মধ্যপাড়া খনি শ্রমিক সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ২৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মাানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)র অধীনে পাথর খনিতে কর্মরত খনি শ্রমিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

২৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৩ টায় খনির ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীকে মাসিক এই উপবৃত্তি প্রদান করা হয়।

জিটিসিথর নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকীর পক্ষে উপবৃত্তি প্রদান করেন উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।
পরে ননএমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসগুলোর জিটিসি কর্তৃক আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি আগষ্ট মাসের জন্য কলেজ অধ্যক্ষের হাতে মাসিক আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষন এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী ট্রেস্ট এস এস এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিক সহ সংশ্লিষ্ট এলাকাবাসীর জন্য সেবামূলক এবং সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে খনির সন্মুখে সমাজ কল্যাণ সংস্থা “জিটিসি চ্যারিটি হোমচ্ স্থাপন করেছে। চ্যারিটি হোমের অধীনে পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে এই মাসিক শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে।

সেই সাথে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদান, খনি এলাকার মসজিদ, মাদ্রাসা এবং এতিম খানা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমুহে আর্থিক সহায়তা প্রদান করছেন খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি। খনি এলাকায় বিভিন্ন সামজিক কর্মকান্ডে অংশ গ্রহন বাড়াতে এলাকার বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, জিটিসি চ্যারিটি হোমে একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ০৫ দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় ৫০জন রোগী এই চিকিৎসা সেবা গ্রহন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর