জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক অর্থায়নকৃত এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মাছের আহরনোত্তর ক্ষতি কমানোর কৌশল শীর্ষক ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে ।
সোমবার (২৩ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিসের প্রশিক্ষণ হলরুমে উক্ত ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ ।
উক্ত প্রশিক্ষণে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী,এনএটিপি-২ প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মহসীন ও মোঃ মনিরুল ইসলাম ।
প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন, মৎস্য অধিদপ্তর, সিরাজগঞ্জ এর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা/উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক, মৎস্য জরিপ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা ও ক্ষেত্র সহকারীগণ।