গ্যাটকো দুর্নীতি মামলায় বি এন পি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন মহামান্য আদালত।
ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন এ দিন ধার্য করেন। সোমবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।আদালতের সূত্রে মতে জানা যায় গ্যাটকো দুর্নীতির মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিলো।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় অভিযোগ গঠন করা সম্ভব হয়ে উঠেনি। বর্তমান আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন আদালতের বিচারক।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচাল গোলাম শাহরিয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের পরের দিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়।