নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ”এ শ্লোগান ধারন করে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মৎস্য আইন সংক্রান্ত বিষয়ে সদর উপজেলার জেলেদেরকে নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কাজে সহযোগিতা করেন,সদর উপজেলা পরিষদ ও বাস্তবায়নে ছিলেন,সিরাজগঞ্জ সদর মৎস্য কর্মকর্তার কার্যালয়, সিরাজগঞ্জ সদর উপজেলা।
রোববার(২২আগষ্ট) দিনব্যাপী সদর উপজেলার প্রশিক্ষণ কাম-কমিউনিটি সেন্টারে ২৫ জন জেলে নিয়ে এ কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃসাহেদ আলী।
জেলেদের মৎস বিষয়ক সচেতনামুলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সিরাজগঞ্জ সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ।
বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম, নাছিম রেজা নুর, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী এবং প্রশিক্ষণার্থীবৃন্দ জেলেরা (মৎস্যজীবীগণ)।