সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্ভূক্ত কাটাখালি খালের পাড় ও সংযুক্ত সড়ক পাঁকাকরণ উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করলেন কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ নূরুল হক।এই উন্নয়ন প্রকল্পের অধীনে ১কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ২.৪ কিলোমিটার সড়কের পাকাকরণ ফুটপাত টাইলস লাগানোর ৯০ ভাগ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।
রোববার (২২ আগষ্ট) সকালে এ উন্নয়ন প্রকল্পের অধীনে ইলিয়ট ব্রিজ সংলগ্ন ফজল খান রোডের পাকাকরণ কাজ চলছে। কাটাখালি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম মিয়া।
এ সময় প্যানেল মেয়র নুরুল হক জানান, সিরাজগঞ্জ পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ কাটাখালি উন্নয়ন প্রকল্পের অধীনে সড়ক উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে এরপর এই সড়কের বাকি অংশের ড্রেন নির্মাণ ও পাকাকরণ কাজ পৌরসভার নিজস্ব তহবিল শুরু করা হবে। চলতি মাসের মধ্যেই বাকি কাজ শেষ হবে বলে জানান তিনি।