রাজধানীর সাভারে অব্যবহৃত সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার ২২ আগস্ট দুপুরে সাভার ভাকুর্তা ইউনিয়নের চাইড়া গ্রামের নিহত সোহেল রানার বাড়ির সেপটিক ট্যাংকি পরিষ্কার করার সময় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।নিহতরা হলেন দুলাভাই সোহেল রানা(৪২) ও স্যালক সোহেল চৌধুরী(৪০)।
স্থানীয় সূত্রে জানা যায় সোহেল রানার বাড়ির সেপটিক ট্যাংকি দীর্ঘদিন অপরিস্কার অবস্থায় পড়েছিলো।শ্যালক দুলাভাই ওই ট্যাংকি পরিষ্কারের পরিকল্পা করে।ট্যাংকি খুলে প্রথমে দুলাভাই নিচে নেমে মৃত্যুর মুখোমুখি হওয়ায় বিকট আওয়াজে শব্দ করে। শব্দ শুনে শ্যালক প্রতিবেশির বাড়ি থেকে রশি নিয়ে ট্যাংকির ভিতরে নামতে গেলে রশি ছিড়ে নিচে পড়ে যায় ফলে দুজনের মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে সাভার ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
এ তথ্য নিশ্চিত করে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শাহ্ আলম জানান নিহত সোহেল রানার বাড়িতে অব্যবহৃত সেপটিক ট্যাংকি দীর্ঘদিন বন্ধ ছিলো। ট্যাংকির ভিতরে অক্সিজেনের অভাব ও আবদ্ধ বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যুর কারন বলে ধারনা করছে পুলিশ।এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে নিহতদের লাশ দাফন কাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।