আফগানিস্তানের জনসাধারণের উচিত তালেবানের সাশন মেনে নিয়ে দেশের জন্য কাজ করা।এমন মন্তব্য আফগানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গণির ভাই হাশমত গণি।
নিজে আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠী তালেবানের সাশন মেনে নিয়ে অন্তর্ভূক্তিমুলক সরকার গঠনের আহব্বান জানান তিনি। শনিবার আফগানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চল থেকে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান আফগানের জনগণকে নতুন সরকারের সাশন মেনে নিয়ে এক সাথে কাজ করা।
আফগান থেকে যখন মার্কিন ও বিদেশি সৈন্য প্রত্যাহারের শেষে দিকে গণমাধ্যমে এমন মন্তব্য করলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ভাই হাশমত গণি।তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তিনি সামাজিক ব্যক্তিবর্গ ও দেশটির ব্যবসায়ী সম্প্রদায়কে ইঙ্গিত করে এমন মন্তব্য প্রকাশ করেছেন। যেসব ব্যবসায়ীরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতালসহ দেশের বিভিন্ন দপ্তরে বিপুল অঙ্কের বিনিয়োগ করেছেন তারাও যদি দেশত্যাগ লোকজনের মত দেশত্যাগ শুরু করেন তাহলে আফগানিস্তানের অর্থনীতিসহ সামগ্রিক ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।
অর্থনীতি, শিক্ষা,চিকিৎসা ও সাশন ব্যবস্থা একটি দেশের মূল অবকাঠামো।এ সম্পাদ রক্ষার দায়িত্ব আফগানের জনগণ এরিয়ে যেতে পারে না বলে জানান তিনি।