মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা।

মোঃ কোরবান আলী তালুকদার,টাঙ্গাইল প্রতিনিধি। / ২০৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

টাঙ্গাইলের ভূঞাপুরে আব্দুল কুদ্দুস প্রামাণিক(৬৫) নামের এক বৃদ্ধ আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত বৃদ্ধ উপজেলার গোবিন্দাসী গ্রামের মৃত সোলাইমান প্রামাণিকের ছেলে ও গোবিন্দাসী বাজারের শফিকুল দর্জির বাবা। তিনি মোটর বিড়ির শ্রমিক ছিলেন। গতকাল শুক্রবার (২০ আগষ্ট ) রাতের কোন এক সময় নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কুদ্দুস দীর্ঘদিন যাবত পাইলস্ রোগসহ নানা‌ রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় পাইলসের ব্যথা শুরু হলে ব্যথা় সহ্য করতে না পেরে আম গাছের সাথে গামছা বেঁধে আত্মহত্যা করেন।

কুদ্দুস প্রামাণিকের ছেলে শফিকুল ইসলাম বলেন, পাইলস্ আক্রান্ত হওয়ার পর আমার বাবা মানসিকভাবে খুব ভেঙে পড়েন এবং সে শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন। সে আলাদা ঘরে আমার মায়ের সাথে থাকতো। রাত ১১ টার দিকে বাবাকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর দেখি আম গাছের সাথে ফাঁস দেয়া অবস্থায় সে ঝুলছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল ওহাব বলেন, কুদ্দুস আলী নানান রোগে আক্রান্ত হয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লাশটি রাতেই থানায় নিয়ে আসা হয়। আজ শনিবার (২১ আগষ্ট ) পরিবার সহ এলাকার মাতব্বরগণ এসে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর