শিরোনাম
Treatment Terbaik untuk Masalah Tulang Belakang: Gas 788 Chiropractic Care di Tiffin গাঁজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ-মানুষের ঢল। গাঁজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

রক্ষণা বেক্ষণের অভাবে ফুলবাড়ীর কানাহার কেন্দ্রীয় কবরস্থান।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৫২০ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়,মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়। একজন মুসলিম ব্যাক্তির মৃত্যুর পর প্রতিটি মানুষকেই যেতে হয় অন্ধকার কবরে। সেই পবিত্র কবরস্থান নিয়ে কেউ কি একটুও ভাবি?না রাখি কোনো খবর। রক্ষণা বেক্ষণের অভাব, অবহেলায় অযত্নে পড়ে আছে এমনি এক অবহেলিত শেষ ঠিকানা। দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কানাহার কেন্দ্রীয় কবরস্থান।

স্থানীয় বয়স্ক ব্যাক্তিদের তথ্য মতে ফুলবাড়ী কানাহার কবরস্থানটি প্রায় ৫শ বছর পুরোনো একটি কবরস্থান। এক সময় এখানে কানারাজা নামে একজন রাজা বসবাস করতেন তার নামে অনুসারে এই জায়গার নাম করন হয় কানাহার।

এরপর থেকে কানাহার নামে পরিচিত এই জায়গাটি।এখানে রয়েছে একটি বিশাল পুকুর। পুকুরের পাড় দিয়ে রয়েছে কবরস্থান। ফুলবাড়ী পৌর শহরের সকল পাড়া মহল্লার লাশ সেখানে দাফন করা হয়। অথচ পবিত্র এই কবরস্থানটি রয়েছে অবহেলায় অযত্নে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে,কবরস্থানটি আগাছা দিয়ে ভরে গেছে। সেই আগাছার ভেতর বসে মাদক সেবন করছে অনেকে।কেউ কেউ পাকা প্রাচির দিয়ে কবর ঘিরে জায়গা ধরে রেখেছেন।এতে দিনদিন কমে যাচ্ছে কবর দেওয়ার জায়গা,কবরের উপর চরে বেড়াচ্ছে গরু ছাগল। ভেঙ্গে যাচ্ছে পুকুরের পাড়,একটি মূর্দা রাখা ঘর আছে সেটিও পরিষ্কার নয়,সেখানে বসে লোকজন লুডু দাবা সহ জুয়া খেলায় মত্ত। দখল হয়ে গেছে পুকুরের পুর্ব পাড়।

স্থানীয় কানাহার গ্রামের ডাঃ মোঃ সাঈদ আনোয়ার রাব্বী বলেন,কবরস্থান এর পাশেই আমার বাড়ী, আমি ছোটো বেলা থেকে দেখে আসছি এটা একটি অবহেলিত কবরস্থান, আমাদের সকলের কেউ না কেউ খুব কাছের মানুষ শুয়ে আছেন এখানে।

আমার বাবা মারা গেছেন আমি প্রতিদিন কবর জিয়ারত করতে যাই অনেকেই আসেন। দুখের বিষয় কবরস্থানটি অপরিস্কার হয়ে আছে,দেখার কেউ নেই। রাত্রীকালে লাশ দাফন করারবমতো পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। আমরা সকলে চেষ্টা করলে পরিষ্কার করতে পারি,কিন্তু লোকবল না থাকার কারণে পারছিনা। অনেক বিত্তবান রয়েছে কিন্তুু এ ধরনের কাজে সহযোগীতা করবে এমন লোকের বড়ই অভাব। তাই বিষয়টি সু দৃষ্টি দেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষসহ সমাজের সাবাইকে এগিয়ে আাসার আহব্বান করছি।

বিষয়টি নিয়ে কথা বললে ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন বলেন কবরস্থানটি পরিচালনার জন্য একটা কমিটি দরকার, খুব শিঘ্রই বিষয়টি সকলের সাথে কথা বলে ব্যাবস্থা নেয়া হবে।

কবরস্থান প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন,এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুব তাড়াতাড়ী পৌর মেয়রের সাথে কথা বলে এলাকার সকলকে নিয়ে কবরস্থান রক্ষণা বেক্ষনের জন্য একটি কমিটি করা হবে। বাকি সমস্যা গুলো দেখা হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন
জানান বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো হবে,এবং পরবর্তি মাসিক মিটিংএ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর