পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিনে কুয়াকাটায় স্বাস্থ্যবিধি না মানায় ১০ পর্যটককে ২০ হাজার টাকা এবং ১১ রেষ্টুরেন্ট ও আবাসিক হোটেল ব্যবসায়ীকে ৩৮ হাজার ৬শ‘ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পয়তাল্লিশ মিনিট পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট ও চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এসময় ইকোফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি ও মহিপুর থানার এসআই ইমরানসহ ট্যুরিষ্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, করোনা সংক্রমন রোধে প্রথমে মাইকিং করে পর্যটক ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। তারপরও যারা স্বাস্থ্যবিধি মানেনি তাদের কাছ থেকে সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লঙ্গনে ২৪ (২) ধারা মতে ১০ পর্যটককে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, এর ৩৭, ৩৮ ও ৫২ ধারায় ১১ রেষ্টুরেন্ট ও আবাসিক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।