শিরোনাম
Treatment Terbaik untuk Masalah Tulang Belakang: Gas 788 Chiropractic Care di Tiffin গাঁজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ-মানুষের ঢল। গাঁজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

শেরপুরে ভবানীপুর মন্দিরের সামনে জমি নিয়ে বিরোধ; সংর্ঘষের আশঙ্কা।

মোঃ আব্দুর রাজ্জাক মনির, স্টাফ রিপোর্টার বগুড়া। / ২৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

বগুড়ার শেরপুরে ভবানীপুর মন্দিরের সামনে ৫ শতাংশ জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।উভয় পক্ষের মধ্যে যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছে এলাকার সচেতন মহল। গত ১৮ আগস্ট বুধবার ভবানীপুর ইউনিয়নের রীঁ মহাপীঠ শ্রীশ্রী মা ভবানী মন্দিরের মূল গেইট সংলগ্ন পাঁচ শতক জমি দখলকে কেন্দ্র করে এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ভাবানীপুর আটাইল গ্রামের মৃত ওমর আলীর ছেলে জহুরুল ইসলাম (যদু)সাবেক ২৩৪,২৩৫,২৩৬ দাগের হাল ৩৮৩ দাগের ৫ শতাংশ জমি বাংলাদেশ সরকারের কাছ থেকে লিজ নিয়ে নিয়মিত খাজনা পরিশোধ করেছেন।নতুন ডিপি/আর এস ৭১১ নং খতিয়ান তার নিজ নামে খুলে দীর্ঘদিন হলো ভোগ দখল করে আসছে।

হঠাৎ করে মন্দির কমিটির মধ্য সুবিধাভোগী হিন্দু ধর্মাবলি কতিপয় কয়েকজন সদস্য ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে টিনের বেড়া দিয়ে জায়গাটি দখল করতে চাইলে জমির মালিক জহুরুল ইসলামের লোকজন তাদের বাধা দেয়।

এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মন্দির কমিটির লোকজন,ঊধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশে থানা পুলিশ ও সহকারি কমিশনার ভূমি সাবরিনা শারমিন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন।

এ সময় সহকারী কমিশনার সাবরিনা শারমিন উভয়পক্ষকে ডেকে বলেন, কাগজপত্র মোতাবেক আইনগতভাবে জমির মালিককে জমি বুঝিয়ে দেওয়া হবে।

জমির মালিক দাবিদার জহুরুল ইসলাম জানান, সরকারের কাছ থেকে জমি লীজ নিয়ে ১৮ বছর ধরে দখল করে আসছি। পরবর্তীতে দীর্ঘ মেয়াদি লীজ পেয়েছি এবং এই ০৫ শতাংশ জমির উপর আদালতে একটি মামলা দায়ের হয়েছিলো। সেই মামলার ডিগ্রি আমার পক্ষেই হয়েছে।এ জমি মন্দির পাওয়ার কোন যুক্তিই হয়না।

মন্দির কমিটির সদস্য ও মন্দির দেখভালের দায়িত্ব থাকা অপূর্ব কুমার জানান, মন্দিরের সামনে ৫ শতাংশ জমি মন্দিরের। আবর্জনা পরিস্কার করে ঘেরা দেওয়ার সময় প্রতিপক্ষ বাধা দেওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক মেনে নেওয়া হবে।

বগুড়ার শেরপুরে ভবানীপুর মন্দিরের সামনে ৫ শতাংশ জমি নিয়ে বিরোধ যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছে এলাকার সচেতন মহল। ১৮ আগস্ট বুধবার ভবানীপুর ইউনিয়নের রীঁ মহাপীঠ শ্রীশ্রী মা ভবানী মন্দিরের মূল গেইট সংলগ্ন পাঁচ শতক জমি দখলকে কেন্দ্র করে এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ভাবানীপুর আটাইল গ্রামের মৃত ওমর আলীর ছেলে জহুরুল ইসলাম (যদু)সাবেক ২৩৪,২৩৫,২৩৬ দাগের হাল ৩৮৩ দাগের ৫ শতাংশ জমি বাংলাদেশ সরকারের কাছ থেকে লিজ নিয়ে নিয়মিত খাজনা পরিশোধ করেছেন।নতুন ডিপি/আর এস ৭১১ নং খতিয়ান তার নিজ নামে খুলে দীর্ঘদিন হলো ভোগ দখল করে আসছে।

হঠাৎ করে মন্দির কমিটির মধ্য সুবিধাভোগী হিন্দু ধর্মাবলি কতিপয় কয়েকজন সদস্য ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে টিনের বেড়া দিয়ে জায়গাটি দখল করতে চাইলে জমির মালিক জহুরুল ইসলামের লোকজন তাদের বাধা দেয়।

এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মন্দির কমিটির লোকজন,ঊধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশে থানা পুলিশ ও সহকারি কমিশনার ভূমি সাবরিনা শারমিন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন।

এ সময় সহকারী কমিশনার সাবরিনা শারমিন উভয়পক্ষকে ডেকে বলেন, কাগজপত্র মোতাবেক আইনগতভাবে জমির মালিককে জমি বুঝিয়ে দেওয়া হবে।

জমির মালিক দাবিদার জহুরুল ইসলাম জানান, সরকারের কাছ থেকে জমি লীজ নিয়ে ১৮ বছর ধরে দখল করে আসছি। পরবর্তীতে দীর্ঘ মেয়াদি লীজ পেয়েছি এবং এই ০৫ শতাংশ জমির উপর আদালতে একটি মামলা দায়ের হয়েছিলো। সেই মামলার ডিগ্রি আমার পক্ষেই হয়েছে।এ জমি মন্দির পাওয়ার কোন যুক্তিই হয়না।

মন্দির কমিটির সদস্য ও মন্দির দেখভালের দায়িত্ব থাকা অপূর্ব কুমার জানান, মন্দিরের সামনে ৫ শতাংশ জমি মন্দিরের। আবর্জনা পরিস্কার করে ঘেরা দেওয়ার সময় প্রতিপক্ষ বাধা দেওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক মেনে নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর