রাজধানীর দক্ষিণখানের সেবা সংস্থা নামের একটি ক্লিনিকের ফার্মাসিতে মর্ডানের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনপূর্ণ অ্যাম্পল/ভায়াল ১টি ও ২১টি খালি অ্যাম্পল/ভায়ালসহ মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করেছে পুলিশ।
বুধবার(১৮ আগস্ট) দক্ষিণ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শাহআলম এ তথ্য নিশ্চিত করে জানান ভ্যাকসিনের ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে তিনি এই টিকা সংগ্রহ করলেন।এ ঘটনায় তার বিরুদ্ধ মামলা প্রস্তুতি চলছে।
দক্ষিণ থানার তদন্ত(ওসি) আজিজুল হক মিয়া জানান বুধবার রাত ১২ টার দিকে দক্ষিণখানের চলাবন এলাকার সংস্থা ক্লিনিকের ফার্মাসিতে করোনার ভ্যাকসিন বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই ফার্মেসিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এসময় ভ্যাকসিনপূর্ন একটি অ্যাম্পল/ভায়াল ও ২১ টি খালি অ্যাম্পল/ভায়াল উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পল/ভায়ালে ১০ ডোজ করোনা ভ্যাকসিনের টিকা থাকে।ফার্মেসির মালিক বিজয় ৫’শ টাকার বিনিময়ে প্রতিডজ করোনা টিকার ভ্যাকসিন বিক্রি করে থাকেন।