সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই তেলমিলের মালিককে ৩০,০০০/=ত্রিশ হাজার ও দুই মিষ্টির দোকান মালিককে ৪০,০০০/=চল্লিশ হাজার করে সর্বমোট ৭০,০০০/=সত্তর হাজার টাকা জরিমানা করেন সিরাজগঞ্জের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান(রণি)।
১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া পৌরসভার বাজার মনিটরিং করার সময় এই জরিমানা করা হয়।
সিরাজগঞ্জের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান জানান বিএসটিআই এর অনুমোদন না থাকার অপরাধে তেলমিলের মালিক আব্দুল গণিকে ১০,০০০/=দশ হাজার ও নজরুল ইসলামকে ২০,০০০/=বিশ হাজার সর্বমোট ৩০,০০০/=ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও লিলি মিষ্টান্ন ভান্ডার দোকান মালিককে বাসি দই ও মিষ্টি রাখার অপরাধে ২০,০০০/= বিশ হাজার টাকা ও জবা দই ঘরের মালিককে একই অপরাধে ২০,০০০/= বিশ হাজার টাকস করে সর্বমোট ৪০,০০০/= চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সর্বমোট চারজনকে ৭০,০০০/= সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উল্লাপাড়া পৌরসভা প্রসিকিউটর অফিসার আলী আহম্মেদ (রতন) তার ফেসবুক আইডিতে স্ট্যাটার্সে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় সিরাজগঞ্জ র্যাব-১২’র চৌকস অভিযানিক দল আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।