বাড়ীতে বসে যারা ইন্টারনেটে কাজ করে বাড়তি সুবিধা পেত তাদের সুবিধা কমানোর ঘোষনা দিয়েছে গুগল।মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল সিদ্ধান্ত নিয়েছে,স্থায়ীভাবে যারা বাসায় বসে থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের মাসিক বেতনের কিছু অংশ কর্তন করা হবে। বিশ্বে করোনা মহামারি বিস্তারের আগে অফিসে বসে কাজ করতেন কর্মীরা।
এখন যদি তারা স্থায়ীভাবে বাসায় বসে কাজ করার সিদ্ধান্ত নেন,তাহলে তাদের মাসিক বেতন থেকে কিছু অংশ কর্তন করা হবে। গুগলের এমন একটি পে ক্যালকুলেটর’র স্কিনশট পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা। সেখানে দেখা গেছে বর্তমানে সিলিকন ভ্যালি বা প্রযুক্তি জগতে বাসায় বসে থেকে কাজ করলে তাদের মাসিক বেতন থেকে কিছু অংশ কাটার উদ্যোগ গ্রহন করেছে গুগল।বেতন কর্তনের সিদ্ধান্তটি পরিক্ষামুলক ভাবে নিয়েছে গুগল কর্তৃপক্ষ।
গুগলের পে ক্যালকুলেটর অনুযায়ী কর্মীদের মাসিক বেতন নির্ধারন করা হবে।মাসিক বেতন কর্তনের বিষয়ে বলা হয়েছে কোন কর্মী কোথায় থাকেন,সে অঞ্চলের জীবনমানের ব্যয়সহ বেশ কিছু বিষয় দেখে কর্মীদের বেতন নির্ধারন করা হবে।বেতন কর্তনের বিষয়ে গুগলের মুখপাত্র এক বার্তায় জানিয়েছেন কর্মীদের আবাসস্থলের উপর ভিত্তি করেই তাদের মাসিক বেতন নির্ধারন করা হবে। একজন কর্মী কোথায় থেকে কাজ করেন তার উপর ভিত্তি করে গুগল কর্মীদের বেতন দিয়ে থাকে।