জাতীয় জুটমিলসহ বন্ধ করা ২৫টি পাটকল চালু ও পাওনা টাকা পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগষ্ট)কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের জাতীয় জুট মিল গেটে শ্রমিক কর্মচারী সম্বনয় পরিশোধের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়।
সমাবেশপ বক্তব্য রাখেন, জাতীয় মুক্তি কাউন্সিলর আহ্বায়ক বরকতউল্লাহ,বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি সিরাজগঞ্জ জেলা নেতা সুলতান আহমেদ সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তাগন বলেন বর্তমান সরকার নিজেদের শ্রমিক ও কৃষক বান্ধব ঘোষণা করলেও এরা মূলত ধনী শিল্প পতিদের সরকার যার কারনে এই মহামারী কালে ২৫টি পাটকল বন্ধ করেন ৭০ হাজার শ্রমিক কে বেকার করেছে তাদের পাওনা টাকা না দিয়ে না খায়িয়ে মারার ষড়যন্ত্র করছে। সরকারের এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল সচেতন মহলকে সোচ্চার হওয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।
বক্তারা অবিলম্বে বন্ধ মিল গুলি চালু শ্রমিকদের পাওনা পরিশোধ, এবং দুর্নীতির সাথে যুক্ত আমলাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মাছিমপুর বাজারে এসে শেষ হয় ।