বগুড়ার মহাস্থানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম মহিদুল ইসলাম (৩৮)। সে কাহালু উপজেলার গুন্দিশ্বর গ্রামের হাকিম উদ্দিনের পুত্র। তার স্ত্রী ও সন্তান রয়েছে।
জানা যায়, নিহত মহিদুল সে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নেশা জাতীয় কোন পদার্থ খেয়ে মহাস্থান হযরত শাহ সুলতান মাজার রোডের পাশে রাস্তায় মাটিতে গড়াগড়ি করছিল।
এসময় স্থানীয় ব্যবসায়ীরা তাঁর ঠিকানা জানতে চাইলে সে সঠিক ভাবে বলতে পারিনি। তাঁর অবস্থার অবনতি দেখে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় এক দোকানী ৯৯৯এ ফোন দেয়। এদিকে ৯৯৯ পুলিশ তাঁকে উদ্ধার করতে আসছে জানতে পেরে মহিদুল ঘটনাস্থল থেকে দৌড়ে সটকে যায়। এরপর কেউ তাঁর খোঁজ পায় না। পরের দিন মঙ্গলবার সকালে সদরের গোকুল ইউনিয়নের মহাস্থান বুলবুল ছ’মিল এর পাশে স্ট্রীল ওয়েলিং দোকানের বারান্দায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
প্রথমে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে জানতে পারেন এটি সদর থানা এলাকা। পরে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক বেদার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরুহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক বেদার উদ্দিন বলেন, নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি সে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তাঁর পরিবারের স্বজনেরা লাশ শনাক্ত করেছেন।