মহান স্বাধীনতার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষীপুর সদর উপজেলার দিঘলি ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিঘলি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭৫’র ১৫ আগস্টে কিছুসংখ্যক বিপদগামী সেনা সদস্য বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি,তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা,ও বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুএবধু সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত,তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু,বঙ্গবন্ধুর ভাগ্নে, মুক্তিযুদ্ধের সংগঠন শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি আব্দুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।এই সময় বঙ্গবন্ধুর দু”কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
মূলত, ৭৫ এর ১৫ আগস্ট থেকেই বাংলাদেশে এক বিপরীত ধারার যাএা শুরু করে। বেসামরিক সরকারকে উৎখাত করে সামারিক শাসনের অনাচারি ইতিহাস রচিত হতে থাকে। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুরকে হত্যার পর গোটা দেশে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষপ। দ্য টাইমস অব লন্ডনের ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ করা হয়। সবকিছু সত্বেও বঙ্গবন্ধুকে সব সময় স্মরণ করা হবে। কারণ, তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত নেই।
একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, ‘বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।সপরিবারে শাহাদাতবরণকারী জাতির জনক শেখ মুজিবুর রহমান সহপরিবারে সবার রুহের মাগফেরাত কামনা করে উক্ত মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করা হয়।
উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল অদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট শামসুদ্দিন সামসু, থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন, সদর পুর্ব যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন জাবেদ, আনোয়ার হোসেন (সোহাগ) দিঘলি ইউনিয়ন আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক,দিঘলি বাজার পরিচালনা পর্ষদের সেক্রেটারি কবির হোসেন,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন, ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক হাবিবুর রহমান (হাবি), ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জাকির হোসেন খান (খোকন)প্রমূখসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।