লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলর দলগ্রাম ইউনিয়নে ১৫ আগস্ট রবিবার সকাল ৯ টায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) লালমনিরহাটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রক্তঝরা ১৫ আগস্ট উপলক্ষে জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় শোক দিবস আলোচনা সভায় আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিপলস পার্টির লালমনিরহাট জেলার শাখার সভাপতি শরিফুল ইসলাম (মুন্সি)। এসময় আরোও উপস্থিত ছিলেন ন্যাশনাল যুব পিপলস্ পার্টি (এনপিপির) লালমনিরহাট জেলা আহবায়ক মোঃ আলী হোসেন সহ অন্যান্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন হাজারো বাঙ্গালীর মাঝে একজন শ্রেষ্ঠ বাঙ্গালী। তিনি না হলে আমাদের আজ এই সোনার বাংলা পাওয়া হত না, তিনি মুক্তিযুদ্ধের ঘোষনা না দিলে আজ আমরা স্বাধীন সোনার বাংলা পেতাম না, তিনি না হলে আজ আমরা মাতৃভাষা বাংলায় কথা বলার সুযোগ পেতাম না।
তিনি আরো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৫ই আগস্টে শাহাদাত বরণ করা নিয়ে অনেক কথা বলেন।পরিশেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেই সাথে গভীর শোক ও সমবেদনা জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করেন।
আলোচনাসভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।সর্বশেষে সকলকে তবারক বিতরন করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ন্যাসনাল পিপলস্ যুব পার্টি (এনপিপির) লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক জনাব আলী হোসেন।