মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ট্রাক-সেনাবাহিনীর গাড়ীর সংঘর্ষে দুই সেনাসদস্যের মৃত্যু।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ২১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিমেন্টবাহী ট্রাক ও সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে দুই সেনাসদস্যের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরোও তিন সেনাসদস্য আহত হয়েছেন।

নিহত সেনাসদস্যরা হলেন,টাঙ্গাইল বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৭ এবি রেজিমেন্ট আর্টিলারীর কর্পোরাল মেহেদী (৪০) ও সেনা সদস্য দীপঙ্কর (২৭)।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-বগুড়া জেলার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে গাড়িচালক ল্যান্স করপোরাল ইমরান (৩০), নরসিংদীর রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সৈনিক মাইনুল ইসলাম (২১) ও সার্জেন্ট ফিরোজ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সেনাবাহিনীর একটি গাড়িটি হাটিকুমরুলের দিকে যাবার পথে একই অভিমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ৫ জন সেনা সদস্য গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই সেনাসদস্যের মৃত্যু হয়। আহত সেনাসদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর